বাংলাদেশ সম্পর্কে জানার জন্য একটা গুরুত্বপূর্ণ মাধ্যম হল জার্মান ভাষায় প্রকাশিত বাংলাদেশ বিষয়ক ম্যাগাজিন 'নেটজ'। এর প্রতিটি সংখ্যা যে কোন একটি বিশেষ বিষয়কে কেন্দ্র করে প্রকাশিত হয়। এখানে বিশেষজ্ঞের সাথে সাথে ভুক্তভোগীগণও আর্থসামাজিক এবং উন্নয়ন বিষয় নিয়ে কথা বলেন এবং লেখেন। উপরুন্তু, নেটজ ম্যাগাজিন এর প্রতিটি সংখ্যা বাংলাদেশের সমসামিক রাজনৈতিক অবস্থা, শিক্ষার উন্নয়ন সংক্রান্ত ঘটনা ও কার্যক্রম এবং দক্ষিন এশিয়ার সাংস্কৃতিক খবর নিয়ে আলোচনা করে।
'নেটজ' ম্যাগাজিন পেতে হলে আপনি এখানে সাবস্ক্রাইব করতে পারেন, অথবা আমাদের ওয়েবসাইট থেকে প্রয়জনীয় সংখ্যা ডাউনলোড করতে পারেন।
House 3/1 (1th floor), Block D Lalmatia, Dhaka 1207
info@ netz-bangladesh.de
Phone: +88 02 9146458
We select partners and projects ourselves. We do not respond to any inquires regarding project proposal or fund request.