একবার ভেবে দেখুন, আপনার কাছে মাসিক খরচের জন্য মাত্র দেড় হাজার টাকা আছে। এবং আরো কল্পনা করুন, আপনাকে এই সামান্য পরিমাণ অর্থ দিয়ে খাবার, পোশাক, ঔষধ এবং জীবন ধারনের সব প্রয়োজনীয় চাহিদার ব্যবস্থা করতে হচ্ছে। বাংলাদেশের ২ কোটি ৬০ লক্ষ মানুষ এমন মানবেতর অবস্থায় জীবন যাপন করছে।
প্রতি চার মিনিটে দারিদ্রের কারনে একটি শিশুর মৃত্যু হয়
নেটজ বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সক্রিয় ভাবে কাজ করছে। যদি কারো স্বামী মারা যায় বা অসুস্থতার কারণে কাজে যেতে অক্ষম হয়, সেখানে নারীরা প্রায়ই তার পরিবারের জীবন ধারনের জন্য একাই লড়াই করেন। এইসব নারীদের অর্জন অসাধারণ ব্যাপার। তাদের আছে অবস্থা পরিবর্তনের সদিচ্ছা এবং শক্তি।
প্রতি বছর আমাদের প্রকল্পের উদ্যোগ থাকে যাতে করে উত্তরোত্তর আরো নারীদের সুযোগ দেয়া যায়, যেন তারা পর্যাপ্তভাবে নিজেদের জীবিকা নির্বাহ করতে পারেন। এটা নির্ভর করে তাদের নিজস্ব জ্ঞান ও পারদর্শীতার উপর, কাজ শুরু করার জন্য নারীরা ফসলের বীজ, কৃষিকাজের জন্য ইজারা জমি, একটি গাভী অথবা ঝুড়ি বোনার জন্য বাঁশ ইত্যাদি উৎপাদনশীল মূলধন পেয়ে থাকেন। এছাড়াও তাদেরকে সব্জি বাগান তৈরীর, গৃহপালিত পশুর পালন ও ঠিক ভাবে অর্থ ব্যবস্থাপনার জন্য প্রশিক্ষণ দেয়া হয়। গ্রামাঞ্চলে দল করে তাদের সংঘবদ্ধ করা হয়, নারীরা একে অপরকে পারস্পরিক সহায়তা প্রদান করে থাকেন এবং নিজেদের অধিকার রক্ষা করেন।
এই প্রক্রিয়ার মাধ্যমে, প্রতি বছরে ২০ হাজার দরিদ্র মানুষ তাদের নিজেদেরকে দারিদ্রমুক্ত করতে সক্ষম হন। এভাবে তারা নিজেদের খাদ্য, বস্ত্র এবং ছেলে মেয়েদের জন্য শিক্ষার ব্যবস্থা করে থাকেন।
মাত্র সাড়ে ৬ হাজার টাকা বা ৬৫ ইউরো দান করে আপনি একটি পরিবারকে দরিদ্রাবস্থা থেকে বের হয়ে আসতে সাহায্য করতে পারেন। ৬৫ হাজার টাকা বা ৬৫০ ইউরো সাহায্য দিয়ে আপনি তাদের সম্পূর্ণ দরিদ্রবস্থা থেকে বের করে তাদের ক্ষুধা নিবারণ করতে পারেন।
কারণ, এই নারীরা তাদের পরিবারের জন্য শক্তিশালী ভূমিকা পালন করে। শুধু তাই নয়, জার্মান সরকার ও ইউরোপিয়ান ইউনিয়ন একটি বড় অংশ অনুদান দেওয়ার জন্য প্রতিজ্ঞাবদ্ধ, যদি নেটজ ভিন্ন দাতাদের ব্যাক্তিগত অনুদান থেকে একটি অংশ সরবরাহ করতে পারে।
NETZ e.V. Bangladesch
Volksbank Mittelhessen
IBAN: DE82 513 900 0000 0000 6262
BIC: VB MH DE 5F
অবশ্যই আপনি আপনার অনুদানের জন্য একটি রশিদ পাবেন। এ কারনেই দয়া করে আপনার ঠিকানা সম্পর্কে আমাদেরকে অবহিত করুন।
Become an agent of change! With only 65 euros you can help one family in lifting themselves out of extreme poverty.
House 3/1 (1th floor), Block D Lalmatia, Dhaka 1207
info@ netz-bangladesh.de
Phone: +88 02 9146458
We select partners and projects ourselves. We do not respond to any inquires regarding project proposal or fund request.